
একদম নতুন থেকে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হওয়া এবং ফ্রিল্যান্সিং করার জন্য যা যা শিখা দরকার, তা ধারাবাহিকভাবে কোর্সে শিখানো হয়েছে।

কোর্স সম্পর্কে শিক্ষার্থীদের মতামত

Shojib Parves
সত্যি স্যার, আপনার এই কোর্স টা অসাধারণ। আমি যত গুলো কোর্স করেছি তার মধ্যে এটা বেস্ট ছিল। আমি অনেক কোর্স করেছি কিন্তু এতো ভালো ভাবে কেউ বুঝাতে পারিনি। আপনার কাছে যা শিখলাম তা কোথাও শিখতে পারিনাই। আমার মনের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক ধন্যবাদ ❤️❤️

Bappi Roy
আমি ইউসুফ ভাই গ্রাফিক্স ডিজাইন এন্ড ফ্রিল্যান্সিং কোর্স নিয়েছিলাম ওনার কাজের সিস্টেম অনেক সুন্দর। এবং প্রতিটা ক্লাস উনি খুব সুন্দর ভাবে প্রেজেন্টেশন করেছে। ওনার কাজ শেখানোর ধরন দেখে আমি মুগ্ধ হয়েছি এবং সিস্টেমটা ভালো লাগলো কারণ উনি প্রতিটা বিষয় খুব সুন্দর ভাবে বুয়ে বলার চেষ্টা করেছে। উনার কোর্সগুলো করে আমি অনেক কাজ শিখেছি।

Rabby Ahmed
আপনার কোর্সের ক্লাস গুলো অসাধারণ আর বুঝানোর স্টাইল টা ইউনিক তাই Online এ ক্লাস গুলো হলেও কিন্তু মনে হয় আমার পাশে বসে হাতে ধরে ধরে শেখাচ্ছেন। কারণ আপনি এমন স্টাইলে বুঝান যাতে যে কেউ সহজেই বঝতে পারে। ধন্যবাদ দিয়ে ছোট করবো না কিন্তু সারাজীবন মনে থাকবে ।

Ashikur Rahman
কৃতজ্ঞতা প্রকাশ না করলে নিজেকে সারাজীবন অকৃতজ্ঞতা বলে মনে হত। ইউসুফ ভাইকে নিয়ে আমার অনেক কিছু বলার আছে ইনশাআল্লাহ একদিন বলবো। উনার ক্লাস গুলো আমার কতটা হেল্প করেছে তা বলে শেষ করা যাবে না। ইউসুফ ভাইয়ের কাছে সারাজীবন কৃতজ্ঞ থাকবো। ❤️

Shariful Islam
ভাইজান আশা করি আপনি অনেক ভালো আছেন। আমি বলে বোঝাতে পারবো না। আপনার সহযোগিতা এবং আপনার দেখানো পথকে অনুসরণ করে গ্রাফিকরিভারে ৫টি ফাইল এপরুভ হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া। আপনার এই ঋণ কখনোই শোধ করতে পারবো না।

Imran Mahmud
একটি ডিজাইন করার জন্য যে সকল কলা কৌশল ও আইডিয়া প্রয়োজন, তা এই কোর্সটি করে শিখতে পেরেছি। ধাপে ধাপে সকল কিছু শিখতে পারলাম। আমি অন্য জায়গায় ২০ হাজার টাকার কোর্স করেছিলাম কিন্তু সেখানে বেসিক ছাড়া কিছুই শিখতে পারিনাই। কিন্তু এই অল্প টাকায় আপনার কোর্সে এতো কিছু শিখতে পারবো তা ভাবিনাই।